নির্বাচন মিটে গেলেও এখনও স্তিমিত হয়নি অশান্তি ও হিংসার আঁচ। এবার নদিয়ায় বোর্ড গঠনের আলোচনার সময় জয়ী তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল জনৈক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে সপরিবারে ফেরার ওই রাজনৈতিক কর্মী। শুক্রবার গভীর রাতে নদিয়ার হাঁসখালি থানার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। আগামী ১০ই আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে বোর্ড গঠন নিয়ে আলোচনা চলছিল। গ্রামের মাঠে বসে বোর্ড গঠন নিয়ে আলোচনা করছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী। অভিযোগ, সেই সময় মাঠে গিয়ে তৃণমূল নেতা-কর্মীদের উত্যক্ত করছিলেন অভিযুক্ত বিশ্বজিৎ কুন্ডরী। তৃণমূল এমনকী মুখ্যমন্ত্রীর নামেও কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে।
এরপর তৃণমূল কর্মীরা তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। তৃণমূল কর্মীদের দাবি, এর মাঝেই তৃণমূলের জয়ী প্রার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন সেই বিজেপি কর্মী। আহত হন শাসকদলের আরও এক নেতা। দুজনেই হাঁসখালির হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক অভিযুক্ত বিশ্বজিৎ কুন্ডরী। স্থানীয় সূত্র জানিয়েছে, এর আগেও একাধিকবার নানা অশান্তি ও হিংসাত্মক ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছিল।