শনিবার সন্ধ্যায় আচমকাই আতঙ্ক ছড়িয়ে পড়ল দমদম স্টেশনের কাছে। এদিন চলন্ত কল্যাণী লোকালে একটি কামরা থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন ধরেছে, আশঙ্কা করে ট্রেন থেকে নেমে পড়েন তাঁরা। পরে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভায় রেলপুলিশ। প্রায় ২০ মিনিট দমদম স্টেশনে দাঁড়িয়ে থাকার পর আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয় কল্যাণী লোকাল। যাত্রীদের তরফে জানা গিয়েছে, ট্রেনটি কাঁকুড়গাছি স্টেশন ছাড়ার পরে কামরায় থাকা টিএম বাক্সে ধোঁয়া এবং আগুন দেখা যায়। ট্রেনটি দমদম স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই আতঙ্কে চিৎকার করতে শুরু করেন যাত্রীদের একাংশ।
এরপর চিৎকার শুনে তড়িঘড়ি সেখানে পৌঁছয় রেলপুলিশ। তারা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভায়। ট্রেনে থাকা যাত্রীরা জানিয়েছেন, ৭টা ২২ মিনিটে দমদম স্টেশনে ঢুকেছিল ট্রেনটি। ৭টা ৫২ মিনিটে ট্রেনটি দমদম স্টেশন ছাড়ে। রেল অবশ্য আগুন ধরার দাবিকে নস্যাৎ করে জানিয়েছে, টিএম বাক্সে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার পর ট্রেনটি নির্বিঘ্নেই স্টেশন ছাড়ে বলে জানিয়েছে তারা। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনও বিঘ্ন ঘটেনি রেল পরিষেবায়।