একই দিনে দুটি ইতিহাসের সাক্ষী রইল বার্লিনের বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের মঞ্চ। অদিতি গোপীচন্দের পর নজির গড়লেন ওজাস দেওতালে। মেয়েদের বিভাগের পর ছেলেদের কম্পাউন্ড বিভাগেও এক বিশ্বজয়ীকে পেল ভারত। প্রতিযোগিতার ফাইনালে ভারতের ওজাস হারালেন পোলান্ডের লুকাস প্রিবিলিস্কিকে। শুধু তাই নয়, ফাইনালে নিখুঁত ১৫০ পয়েন্ট স্কোর করেছেন ভারতীয় তিরন্দাজ।
এদিন দুই প্রতিযোগীর মধ্যে লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেননি। কিন্তু ফাইনালে বাজিমাত করেছেন ওজাসই। উল্লেখ্য, ফাইনালে এক পয়েন্টের ব্যবধানে বিপক্ষ খেলোয়াড়কে হারিয়েছেন। ১৫০-১৪৯ পয়েন্টে জিতেছেন। উল্লেখ্য, এর আগে ১৭ বছর বয়সে ইতিহাস গড়েন অদিতি গোপীচন্দ স্বামী। তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি। অদিতিই ভারতের প্রথম বিশ্বজয়ী। ফাইনালে মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে হারান তিনি।