শনিবার ব্রিগেডে জাতীয় সমাবেশের আয়োজন করেছিল এসইউসিআই। উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর ফের অনুষ্ঠিত হল তাদের ব্রিগেড সমাবেশ। দেখা গেল হাজার হাজার সমর্থকের ভিড়। দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের জন্মশত বার্ষিকী উপলক্ষে এই সমাবেশে ভিন রাজ্য থেকেও সমর্থকরাও জড়ো হয়েছিলেন। দলের শীর্ষ নেতা হিসেবে সভায় দীর্ঘ বক্তব্য রাখলেন কমরেড প্রভাস ঘোষ, চণ্ডীদাস ভট্টাচার্যরা। সমসাময়িক একাধিক রাজনৈতিক প্রসঙ্গের পাশাপাশি সিপিএমের প্রতি তীব্র আক্রমণ শানাল এসইউসিআই নেতৃত্ব। দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের আদর্শ, শিক্ষা মেনেই আজই এগিয়ে চলেছে এসইউসিআই – এভাবেই নিজের বক্তব্য শুরু করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। তাঁর বক্তব্য, ভোট সর্বস্ব নয়, বিপ্লবী দল হিসেবে কোনও কিছুর সঙ্গে আপোস করে না কখনও। বিজেপির মতো ধর্মীয় বিভাজন কিংবা বুর্জোয়া শ্রেণির সঙ্গে ঘনিষ্ঠতার রাজনীতিতে সমর্থন নেই তাঁদের।
প্রসঙ্গত, এদিন এনিয়ে আম্বানি, টাটা, মিত্তলদের মতো শিল্পপতিদের আক্রমণ করেছেন প্রভাসবাবু। আবার সিপিএমকে বার্তা দিতে গিয়ে বুর্জোয়া নিয়ে ব্যাখ্যাও শোনা গেল কমরেড প্রভাস ঘোষের গলায়। বললেন, “সিপিএম বন্ধুদের বলি, দেশের বুর্জোয়া পথেই একসময় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। তবু তারা বলবে বুর্জোয়া বিপ্লব। এরা এরকম ছিল না। সিপিএম ৩৪ বছর শোষণ করেছে। এখন তাদের শক্তি ক্ষয় হয়েছে। কংগ্রেসের সঙ্গে চলে।” এছাড়া ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা থেকে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট, প্রভাসবাবুর বক্তব্যে উঠে এসেছে একাধিক বিষয়। পাশাপাশি, দেশের ক্ষমতাসীন দল বিজেপিকে কড়া আক্রমণে বিঁধেছেন তিনি। “বিজেপি বলে তারা জাতীয়তাবাদের প্রতীক। তারা দেশের শত্রু। বিজেপি বিজ্ঞানের পথ বন্ধ করে দিচ্ছে। বিজেপি হিন্দু ধর্মকে ব্যবহার করছে ভোটের জন্য, রাম মন্দিরকে ব্যবহার করছে ভোটের জন্য। আসলে এটাই তাদের ভোট ভক্তি”, স্পষ্ট বক্তব্য প্রভাসবাবুর।