মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বিশেষভাবে উন্নত হয়েছে বাংলার পর্যটন-ক্ষেত্র। আরও একবার ফুটে উঠল তার ছবি। সদ্যপ্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট বলছে, বিদেশি পর্যটকদের কাছে টানার ক্ষেত্রে সারা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ‘পর্যটন পরিসংখ্যান রিপোর্ট ২০২৩’ অনুযায়ী, ২০২২ সালে বিদেশী পর্যটকদের পরিদর্শনের ক্ষেত্রে বাংলা ভারতের মধ্যে তৃতীয় স্থানে। ১.০৪ মিলিয়ন বিদেশী পর্যটক বাংলায় এসেছে, যা দেশের মোট বিদেশি পর্যটকদের ১২.০৮ শতাংশ। আর এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত দুর্গাপূজা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে বিদেশি পর্যটক আকর্ষণে বাংলার স্থান ছিল ষষ্ঠ। ২০২০ সালে তা পঞ্চম স্থানে উঠে এসেছিল। এ রাজ্যের পর্যটন মমতার আমলে বিপুল উন্নতি করায় বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যার ফলে অন্য রাজ্যগুলির তুলনায় অনেকটা ওপরে উঠে এসেছে বাংলা। এছাড়াও এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ের জন্য প্রচুর হোম স্টে তৈরি করেছে রাজ্য সরকার। হোম স্টে-র তথ্য নিয়ে চালু করেছে মোবাইল অ্যাপও। উক্ত অ্যাপে হোম স্টে-র নাম, ঠিকানা, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য। বরাবরই পর্যটনের প্রসারে অনেক কাজ করেছে তৃণমূল সরকার। এখন তারই সুফল হাতেনাতে মিলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।