তুমুল চাঞ্চল্য ছড়াল বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। আরও একবার কাঠগড়ায় ‘ডবল ইঞ্জিন’ যোগী সরকার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে দেড় বছরে এডস আক্রান্ত হয়েছেন ৬০ জন প্রসূতি! যা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে সারা রাজ্যে। উত্তরপ্রদেশ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত মিরাটের লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি সেন্টার। সেখানেই গত ১৬ মাসে ৬০ প্রসূতি এডস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৩ জন আক্রান্ত হয়েছেন ২০২২-২৩ সালে। বাকি ৩৫ জন আগেই আক্রান্ত হন। মোট ৬০ জন প্রসূতির মধ্যে ৩৫ জন সন্তানের জন্ম দিয়েছেন বলেও জানিয়েছে সূত্র।
এপ্রসঙ্গে লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালের এআরটি সেন্টারে এডস আক্রান্ত মহিলাদের চিকিৎসা চলছে। এক প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষ জানিয়েছেন, সদ্যোজাত শিশুদের ১৮ মাস বয়স পূর্ণ হলেই এইচআইভি পরীক্ষা করা হবে। প্রশ্ন উঠছে, প্রসূতিরা কীভাবে এডস আক্রান্ত হলেন? এই বিষয়ে মিরাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অখিলেশ মোহন জানিয়েছেন, মহিলারা কী ভাবে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই গ্রহণ করা হবে উপযুক্ত পদক্ষেপ। ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে যোগী প্রশাসনের।