আগেই বাংলার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। আর এবার সেই দুর্গাপুজোর সময় এক টুকরো বাংলাকে দেখা যাবে ব্রিটেনের মাটিতে। বাংলার গ্রাম শহর পেরিয়ে বিদেশের মাটিতে বিশ্ববাংলা শারদ সম্মানের অনুকরণে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে গ্রেট ব্রিটেন শারদ সম্মান ২০২৩। এই প্রথম রোমাঞ্চকর প্রতিযোগিতার মাধ্যমে গ্রেট ব্রিটেনে দুর্গা পুজো উদযাপন করা হবে। এবং সেরা পুজোগুলিকে পুরস্কৃত করা হবে, ঠিক যেমন বাংলায় হয়। এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ভারতীয় প্রবাসী ও বিশিষ্ট নাগরিকরা।
খবর মিলেছে, আগামী অক্টোবরে গ্রেট ব্রিটেন শারদ সম্মান ২০২৩-এ অংশগ্রহণ করবে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এমনকি উত্তর আয়ারল্যান্ডের মতো নানা দেশ। দুর্গা পুজো অনুষ্ঠানের বিচার করে দেওয়া হবে পুরস্কারও। তবে এটি শুধুমাত্র সেরা প্যান্ডেল, সেরা পূজা এবং সেরা প্রতিমাকে স্বীকৃতি দেওয়া না বরং বর্তমান প্রজন্মের ভারতীয় প্রবাসী ও ব্রিটিশ নাগরিকদের কাছে বাঙালির সম্প্রীতি, সংস্কৃতি এবং ঐতিহ্যর স্বীকৃতি বলে মনে করা হচ্ছে। এই প্রতিযোগিতায় বিচারকদের তালিকায় শুধু ভারতীয় নয়, বিশিষ্ট ব্রিটিশ নাগরিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।