পঞ্চায়েত ভোটে টিকিট বিলেকে ঘিরে দলের সঙ্গে বিবাদ বেঁধেছিল হুমায়ুনের। রীতিমত রণংদেহী মূর্তিতে তিনি সেই যুদ্ধ শুরু করেছিলেন। সেই সঙ্গে যুদ্ধ শুরু করেছিলেন মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি শাওনি সিংহ রায়ের বিরুদ্ধেও। কিন্তু এবার একেবারে ১৮০ ডিগ্রি ইউ-টার্ন মেরে দলের প্রতি আস্থাপ্রকাশ এবং ক্ষমাপ্রার্থনা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলের তরফে তাঁকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাবও দিয়েছেন তিনি। আর সেই জবাবিপত্রেই তিনি নিজের কৃত কর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। সেই সঙ্গে দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আস্থাও দেখিয়েছেন। অন্তত তৃণমূল সূত্রে তেমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানো থেকে শীর্ষ নেতৃত্বকে আক্রমণ সবই করেছিলেন হুমায়ুন। এমনকি পঞ্চায়েত ভোটে তাঁর অনুগামী প্রার্থীরা হারের মুখ দেখলেও তিনি মাথা নত না করার পণ নিয়েছিলেন। কিন্তু আদতে ঘটল পর্বতের মূষিক প্রসব। নিজের শোকজ পত্রে দলের কাছে ক্ষমাই চেয়ে নিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। একই সঙ্গে তৃণমূলের তিন সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে তাঁর পূর্ণ আস্থা রয়েছে, সে কথাও জানিয়ে দিলেন। পাশাপাশি মিডিয়ার সামনে দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য ক্ষমাপ্রার্থনাও নাকি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।