ইয়া বড় হাঁড়ি। সামনে দাঁড়িয়ে খুন্তি নাড়ছেন বিহারের দোর্দন্ডপ্রতাপ নেতা লালু প্রসাদ যাদব। সারা বাড়ি মাংসের গন্ধে ম ম করছে। মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী। তারপরই দেখা করতে যান লালুর সঙ্গে। এই জয় উ্দযাপন করতেই নিজে হাতে ‘চম্পারন মটন’ রেঁধে রাহুলকে খাওয়ালেন লালু।
মোদী পদবি নিয়ে মানহানি মামলায় সাংসদ পদ আগেই খুইয়েছেন রাহুল। সামনে ঝুলছিল দুই বছরের কারাদণ্ডের সাজা। শুক্রবার সেই সাজার উপরেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাকে বড় জয় হিসেবেই দেখছে কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। তাই মাংস সহযোগে জয় উদযাপন।
সুপ্রিম কোর্টের ঘোষণার পর শুক্রবার রাতের লালুর বাড়িতে যান রাহুল। দিল্লিতে লালুর কন্যা মিশার বাসভবন। সেখানেই বর্ষীয়াণ নেতার সঙ্গে দেখা করেন সোনিয়া পুত্র। রাহুলকে দেখেই বুকে জড়িয়ে ধরেন লালু প্রসাদ। ফুলের তোড়াও উপহার দেন। আতিথেয়তায় কোনও খামতি যে না থাকে সেদিকে ছিল কড়া নজর। নিজে হাতে রাহুলের জন্য মটন রান্না করেন তিনি।
খেতে বসে খোশগল্পে মেতে ওঠেন দুই রাজনৈতিক নেতা। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। খুব শীগগিরই ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক বসবে। তাই নিয়েও দুই নেতার মধ্যে কথা হয় বলে জানা গেছে। পাশাপাশি বিহারের বিখ্যাত ‘চম্পারন মটন’ কীভাবে রান্না করতে হয়, কী কী মশলাপাতি লাগে, সে সবও নাকি রাহুলকে শিখিয়ে দিয়েছেন লালু।