বার্লিনে ইতিহাস লিখলেন ভারতের মহিলা তিরন্দাজরা। প্রথমবার কমপাউন্ড তিরন্দাজিতে দেশকে সোনা এনে দিলেন ভারতের মেয়েরা। এরআগে তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় ভারত কখনও সোনা জিততে পারেনি। ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামী। ফাইনালে ভারতীয় দল ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছেন মেক্সিকোকে। আর এই জয়ের পরই শুভেচ্ছাই ভাসতে থাকেন ভারতীয় মেয়েরা। টুইটারে জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! বার্লিনের আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা জেতার জন্য জ্যোতি সুরেখা, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের পরিশ্রম আমাদের গর্বিত করেছে। তোমরা শুধুমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হননি, বরং আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে উঠেছ’।
তিরন্দাজি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয়রা জিতেছেন ৬টি সোনা, ১টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। তবে আগের সব সোনার পদকই ছিল ব্যক্তিগত। এবার দলগত ভাবে এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় মহিলা তিরন্দাজরা।