গত শনিবার ফুসফুসের সমস্যা নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শরীর এতটাই খারাপ ছিল যে তড়িঘড়ি ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে চিকিৎসা শুরু হয়। ইনভেসিভ ভেন্টিলেশনে রেখে টানা দু’দিন লড়াই চলে। অবশেষে সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হয়।
ওইদিন বিকেলে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয় তাঁকে। এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন বুদ্ধবাবু। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে সংক্রমণের মাত্রা কমেছে। শারীরিক পরীক্ষার রিপোর্টও ঠিক রয়েছে বলে আলিপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে শনিবার জানা গিয়েছে। দুপুর সাড়ে ১২টায় বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। কবে হাসপাতাল থেকে বুদ্ধদেবকে ছাড়া হবে, তা নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। বাড়ি ফিরলে সেখানে কী ভাবে বুদ্ধদেবকে রাখা হবে এবং তাঁর চিকিৎসা করানো হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।