কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে ইতিমধ্যেই বহু মানুষের প্রাণ গিয়েছে। বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানোর মত ঘটনা ঘটেছে। এমনকি জীবন্ত পুড়িয়ে মারাও হয়েছে মানুষকে। এবার ফের রক্ত ঝরল সেখানে।
নতুন করে হিংসা ছড়িয়েছে বিষ্ণুপুরের কোয়াকতা এলাকায়। দুই সম্প্রদায়ের সংঘর্ষে নিহত হয়েছেন মেতেই সম্প্রদায়ের অন্তত তিন জন বলে খবর। বিষ্ণুপুর পুলিশ সূত্রে খবর, কুকিদের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এলাকায় নতুন করে হিংসা ছড়িয়েছে। বিষ্ণুপুরের কোয়াকতায় মেতেই অধ্যুষিত অঞ্চলে ‘বাফার জোন’ পেরিয়ে কয়েকজন ঢুকে পড়ে এবং গুলি চালাতে শুরু করে। তাতেই প্রাণ হারান কমপক্ষে তিন জন মেতেই।