গত ১ অগস্ট মুকেশ আম্বানীর জিও ভারতে লঞ্চ করেছে তাদের নতুন ল্যাপটপ জিওবুক। যার দাম ১৬ হাজার ৪৯৯ টাকা।
আর ঠিক তার দু’দিন পর অর্থাৎ ৩ অগস্ট বিদেশ থেকে ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেটের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে ‘অবিলম্বে’ এই নির্দেশ কার্যকর করতে হবে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, শুধুমাত্র ‘বৈধ লাইসেন্স’ থাকলে তবেই মিলবে অনুমোদন। এ যে নিছকই সমাপতন নয়, সেই ইঙ্গিত করে নেটিজেনরা ইতিমধ্যেই কেন্দ্রকে খোঁচা দিতে শুরু করেছে। এদিকে, এরই মধ্যে শোনা যাচ্ছে এই জিওবুকও নাকি চিনে তৈরী!