এবার রাজ্যের অনলাইনে ব্যবসা করা ছোট ব্যবসায়ীদের স্বার্থে জিএসটি আইনের সংশোধন করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই সংশোধনীর ফলে অনলাইনে ব্যবসা করা ছোট ব্যবসায়ীরা (ই-কমার্স) লাভবান হবেন বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে। সেইসঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, জিএসটি সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য ট্রাইবুনাল তৈরি করা হচ্ছে। অর্থাৎ এবার থেকে আর হাইকোর্টে ছুটতে হবে না। আবার দু’কোটি টাকা পর্যন্ত করফাঁকির বিষয়টিকে জামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী জানান, পণ্যের ক্ষেত্রে ব্যবসার অঙ্ক যদি ২০ লাখ টাকা হয়, তাহলে জিএসটিতে নথিভুক্ত হওয়ার প্রয়োজন নেই। আর পরিষেবা সংক্রান্ত ব্যবসার সেই অঙ্কটা ছিল ৪০ লাখ টাকা। কিন্তু এতদিন অনলাইনের ছোট ব্যবসায়ীরা সেই সুযোগ পেতেন না। সংশোধনীতে সেই বিষয়টি যুক্ত করা হয়েছে। যাঁরা অনলাইনে ব্যবসা করেন, তাঁরাও সেই ছাড়ের সুবিধা পাবেন। তার ফলে তাঁতি, কারিগরের মতো ছোটো ব্যবসায়ীরা লাভবান হবেন বলে দাবি করেছেন চন্দ্রিমা।
রাজ্য সরকারের দাবি, জামিন যোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের ব্যাখ্যা নিয়ে ভারতীয় দণ্ডবিধির সঙ্গে জিএসটি আইনের সংঘাত ছিল। সেই পরিস্থিতিতে রাজ্যের জিএসটি আইনে সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, করফাঁকির অঙ্কটা দু’কোটি টাকা পর্যন্ত হলে তা জামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ কারও যদি করফাঁকির অঙ্কটা দু’কোটি টাকার মধ্যে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে রাজ্য। পাশাপাশি, জিএসটি সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য ট্রাইবুনাল তৈরি করা হবে। এর ফলে জিএসটি সংক্রান্ত মামলা মেটানোর কাজটা সহজ হবে।