বৃহস্পতিবার থেকে শুরু হল ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। আজ ফুটবলে শট মেরে প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হল মোহনবাগান ও বাংলাদেশ আর্মি। ম্যাচের বল গড়ানোর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপরে ফুটবলে শট মারেন মমতা। খেলা শুরুর আগে ডুরান্ড কাপে অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছাও জানান তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গণে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা আগেই জানিয়েছিলেন আয়োজকরা। মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস ছাড়াও চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।