কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে এখনও পর্যন্ত দেড়শো জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানোর মত ঘটনা ঘটেছে। এমনকি জীবন্ত পুড়িয়ে মারাও হয়েছে মানুষকে।
তবে এতকিছুর পরও এখনও মণিপুর-সংক্রান্ত আলোচনা নেই সংসদের বাদল অধিবেশনে! যদিও প্রথম থেকেই রাজ্যসভার বিধি ২৬৭-এর অধীনে মণিপুরে জাতিগত হিংসা নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছে বিরোধীরা। এরই মধ্যে শুক্রবার সকালে সংসদের অধিবেশ শুরুর আগে কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের কক্ষে বিরোধী দলগুলির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের থেকে দাবি ওঠে প্রধানমন্ত্রীর সংসদে এসে মণিপুর নিয়ে আলোচনা করে তাঁর দায়িত্ব পালন করা উচিত।