এবার ফের প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবিরের অন্তর্কলহ। ভরা আদালত চত্বরে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে জুতোপেতা করলেন দলেরই মহিলা কর্মীরা। সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ঘটনার ছবি এবং ভিডিও। জানা গিয়েছে, ওই বিজেপি নেতা হলেন মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কুলপি বিধানসভার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলার জন্য হাইকোর্টে হাজির হয়েছিলেন প্রদ্যুৎ বৈদ্য। সেই সময় ভরা আদালতেই তাঁকে জুতোপেটা করতে শুরু করেন বিজেপিরই কয়েকজন মহিলা কর্মী। যদিও তাঁরা কেন এমন কাণ্ড ঘটালেন তা এখনও স্পষ্ট নয়।
বিষয়টিকে বিজেপির অন্তর্কলহ বলে দাবি করেছেন সুন্দরবনের যুব তৃণমূলের সভাপতি বাপি হালদার জানান, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গঠন এবং টাকা লেনদেন নিয়ে লোকজন নিজেরাই প্রকাশ্যে জুতোপেটা করেছে ওই নেতাকে। বিজেপি একটা চোর চিটিংবাজের দল, লুটে খাওয়ার দল। নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে এই গন্ডগোল।