মোদী পদবি নিয়ে মানহানি মামলায় চলতি বছরের ২৩ মার্চ সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের সাজা শোনায়। এর পরদিনই, ২৪ মার্চ জনপ্রতিনিধি আইনের অধীনে তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। সরকারি বাসভবনও ছাড়তে বাধ্য হন রাহুল। তবে পাঁচ মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে সুরাত আদালতের রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল।
আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে সেই রায়ের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরই সাংসদ পদ ফেরাতে উদ্যোগী হন তিনি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে সংসদে যাবেন কংগ্রেস নেতা। এদিকে, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরই লোকসভায় রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানান লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। দেখা করতে যান স্পিকারের সঙ্গে।