সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ বেহালা। মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়ার। নাম সৌরনীল সরকার, বয়স ৭। দুর্ঘটনায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর। নগরপালের সঙ্গে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যসচিব। তাঁকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘাতক লরিচালককে গ্রেফতার করা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ের বাবলাতলা থেকে। বেহালার ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ অবস্থা বেহালায়। মৃতদেহ আটকে রেখে চলছে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ-ব়্যাফ। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারের মাথায় আঘাত লাগে।
রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশে স্কুলে পৌঁছেছেন স্কুল শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। মৃত পড়ুয়ার বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে এগারোটার পরে যাবেন ঘটনাস্থলে। কলকাতা পুলিশ রাজ্যপালকে পরে আসার অনুরোধ করেছে।
মৃত শিশু সৌরনীল সরকারের বাবা সরোজ কুমার সরকার আপাতত স্থিতিশীল রয়েছেন। এক্সরে হয়েছে, হাতে স্টিচ করা হয়েছে। ট্রমার মধ্যে রয়েছেন তিনি। বাচ্চার বাবার বয়ান রেকর্ড করা হচ্ছে। জয়েন্ট সিপি ট্রাফিক রয়েছেন এসএসকেএম-এ।