বাদল অধিবেশনের বাকি অংশের জন্য লোকসভা থেকে বরখাস্ত করা হল আম আদমি পার্টির সাংসদ সুশীলকুমার রিংকুকে । অধিবেশন চলাকালীন অধ্যক্ষের চেয়ারের দিকে নথিপত্র ছুড়ে মারেন রিংকু। এরপরই তাঁকে লোকসভায় বিশৃঙ্খল আচরণ করার দায়ে বরখাস্ত করার প্রস্তাব দেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।
সংসদের অনুমোদন অনুসারে অধ্যক্ষ ওম বিড়লা, আপ সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন। জানা গিয়েছে, লোকসভায় সেই সময় দিল্লি পরিষেবা বিল, ২০২৩ নিয়ে বিতর্ক চলছিল। সেই সময়ই সুশীলকুমার রিংকু লোকসভার ওয়েলে নেমে আসেন। তাঁর হাতে বেশ কিছু নথিপত্র ছিল। এরপর, তিনি অধ্যক্ষের চেয়ারের দিকে এগিয়ে গিয়ে হাতে থাকা কাগজগুলি অধ্যক্ষের দিকে ছুঁড়ে দেন।
উল্লেখ্য, লোকসভায় আম আদমি পার্টির একমাত্র সাংসদ ছিলেন সুশীলকুমার রিংকু। বস্তুত, মাসখানেক আগেও লোকসভায় আপের কোনও সাংসদ ছিল না। সম্প্রতি জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে লোকসভায় পা রেখেছিলেন সুশীলকুমার রিংকু। তাঁকে সাসপেন্ড করার ফলে, চলতি অধিবেশনে লোকসভায় আম আদমি পার্টির আর কোনও প্রতিনিধিত্ব থাকল না।
সাসপেন্ড হওয়ার পর সুশীলকুমার রিংকু বলেছেন, ;এরপরও আমি গণতন্ত্রের পক্ষে সওয়াল করে করব। আজ যেভাবে লোকসভায় বিল পাশ করেছে বিজেপি সরকার, তা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেজরিওয়ালের জনপ্রিয়তায় ভয় পাচ্ছে বিজেপি’।