আজই সংসদে পাশ হয়েছে বহুল-বিতর্কিত দিল্লী অধ্যাদেশ বিল। আর এ নিয়ে বিতর্ক চলাকালীন নজিরবিহীনভাবে বিরোধীদের হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। বললেন “চুপ থাকুন, নইলে ইডি আপনার বাড়িতে আসতে পারে!” এদিন ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লী বিল ২০২৩ নিয়ে লোকসভায় আলোচনার সময়, মীনাক্ষী লেখি বিরোধী সাংসদদের চুপচাপ বসে থাকতে বলেন, অন্যথায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) টিম তাদের বাড়িতে যাবে।
স্বাভাবিকভাবেই এমন বক্তব্যের পর শুরু হয় বিতর্কের ঝড়। এর আগে বিরোধীরা বারবার নানান সরকারি এজেন্সি দিয়ে তাদের ওপর চাপ বাড়ানোর জন্য সরকারকে দায়ী করেছেন। এবার কি তাহলে খোলাখুলি সেই অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তেমনটাই।