দিন কয়েক আগেই রেললাইন সম্প্রসারণের বন্ধ কাজ আগেই পরিদর্শন করে গিয়েছেন রেল কর্তারা। দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েও গিয়েছেন তাঁরা। কিন্তু তা নিয়েই এবার সরব হচ্ছেন নন্দীগ্রাম রেলপথ প্রকল্পে জমিদাতা পরিবারের সদস্যরা। জমিদাতা পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি দিতে হবে, এই দাবিতে তাঁরা আন্দোলনে নামার কথাও জানিয়ে দিয়েছেন জমিদাতা মানুষজন।
নন্দীগ্রামে রেল সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণে বেশির ভাগ জমিদাতা পরিবারের সদস্যরা চাকরি পেলেও এখনও অনেক জমিদাতা পরিবারের সদস্য চাকরি পাননি বলে দাবি একাংশের। ২০০৯ সালের পর থমকে যাওয়া রেল প্রকল্পের কাজ শুরু করতে দিন দুয়েক আগেই নন্দীগ্রাম রেল প্রকল্পের হালহকিকত পরিদর্শন করেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা।
তাঁরা জানান, খুব দ্রুত কাজ শুরু হবে থমকে যাওয়া এই নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজ। আর সেই কাজ শুরু হওয়ার আগে আগেই জমি হারাদের কাজ দিতে হবে এই দাবিতে প্রয়োজনে আন্দোলনে নামবেন বলে জানিয়ে দিয়েছেন চাকরি না পাওয়া জমিদাতা পরিবারের সদস্যরা। এখন নতুন করে রেল প্রকল্পের কাজ শুরু হতে চলা অবস্থায় চাকরি না পাওয়া জমি দাতা পরিবারগুলি দাবি জানাচ্ছে, আগে তাদের কাজ, তারপরে রেলের কাজ।