শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র মাসদুয়েকের অপেক্ষা। তারপরই ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। জোরকদমে চলছে প্রস্তুতি। শীঘ্রই ইডেন পরিদর্শনে আসবেন আইসিসির প্রতিনিধিরা। শনিবার তাঁরা ইডেনে আসতে পারেন। ভারতের যে সব মাঠে বিশ্বকাপের ম্যাচ হবে, সেখানে সেখানে যাচ্ছে আইসিসির প্রতিনিধিদল। ইতিমধ্যেই ধর্মশালাতে গিয়েছিলেন তাঁরা। আর ৫ই আগস্ট আসবেন কলকাতায়। উল্লেখ্য, এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে ইডেনে। এর মধ্যে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে। সেই সঙ্গে একটি সেমিফাইনাল আয়োজনেরও দায়িত্ব পেয়েছে ইডেন। বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচও হবে কলকাতায়। তার আগে ইডেন দেখতে আসবেন আইসিসির প্রতিনিধিরা। কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ ২৮শে অক্টোবর। বাংলাদেশের ম্যাচ রয়েছে সে দিন। ৫ই নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
প্রসঙ্গত, আইসিসির প্রতিনিধি দলের সদস্যেরা এর আগে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। তাঁরা সেই মাঠ দেখে সন্তুষ্ট বলেই জানা গিয়েছে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি জানিয়েছেন, কোনও সমস্যা নেই। নিয়মমাফিক বিশ্বকাপের স্টেডিয়ামগুলি পরিদর্শন করছেন আইসিসির প্রতিনিধিরা। ধর্মশালার প্রস্তুতি দেখে তাঁরা খুশি। তিনি বলেছেন, “আইসিসি এবং বিসিসিআইয়ের একটি যৌথ প্রতিনিধি দল ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসে। মাঠ, সাজঘর-সহ স্টেডিয়ামের সব কিছু খতিয়ে দেখেছেন তাঁরা। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে এই পরিদর্শন স্বাভাবিক। মাঠের নতুন আউটফিল্ড এবং উইকেট দেখে তাঁরা খুশি। খুব দ্রুত তাঁরা রিপোর্ট পাঠিয়ে দেবেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে গত এক বছর ধরে উন্নয়নের নানা কাজ করেছি আমরা। বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।” আইসিসির প্রতিনিধিদের সামনে সব ব্যবস্থা তুলে ধরতে তৈরি ইডেনও। এবছর আইপিএলে সেরা মাঠের পুরস্কার পেয়েছে ইডেন। আসন্ন বিশ্বকাপেও সেরা পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর।