এবার এনডিএ শাসিত মহারাষ্ট্রে এনসিসি প্রশিক্ষণের নামে চলল লাঠি দিয়ে বেধড়ক মারধর! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মর্মান্তিক ভিডিও। যেখানে দেখা গিয়েছে, কাদামাটিতে মুখ গুঁজে রয়েছেন একদল যুবক। আর সেই অবস্থাতেই লাঠি দিয়ে বেধড়ক মারা হচ্ছে তাঁদের। দাবি, মহারাষ্ট্রের থানের এক কলেজে এনসিসি প্রশিক্ষণের সময় এমন ঘটনা ঘটেছে। যে ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হয়েছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের থানের যোশী বেডেকর কলেজে চলছিল এনসিসি-র প্রশিক্ষণ। আর ওই সময়ই ছাত্রদের উপর মারধরের অভিযোগ উঠেছে এনসিসি-র এক সিনিয়রের বিরুদ্ধে। অভিযোগ, প্রশিক্ষণের নামে একাধিক ছাত্রকে প্রথমে নিচু হয়ে দাঁড়াতে বলেন অভিযুক্ত ব্যক্তি। যদিও অভিযুক্ত ব্যক্তি নিজেও এনসিসি ক্যাডেট বলে জানা গিয়েছে। তাঁর অধীনেই চলছিল প্রশিক্ষণ। সেখানেই দেখা যায়, প্রশিক্ষণরত ৮ জনকেই মাটিতে মুখ দিয়ে দাঁড়াতে বলেন তিনি। তারপর একটু বেগতিক দেখলেই নির্বিচারে ওই ছাত্রদের পেটাতে থাকেন ওই ব্যক্তি।