নির্ধারিত হয়ে গেল দিনক্ষণ। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ৩১শে আগস্ট এবং ১লা সেপ্টেম্বর, মুম্বইয়ে। আয়োজক শিবসেনা (উদ্ধব) এবং এনসিপি (পাওয়ার)। এর আগে ২৫-২৬শে আগস্টের জন্য নির্ধারিত বৈঠকটি পিছিয়ে দিতে হয়েছিল। কারণ, সেদিন বেশ কয়েকজন নেতার অন্যান্য প্রতিশ্রুতি ছিল।
উল্লেখ্য, এটি জোটের তৃতীয় বৈঠক। সূত্র অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অন্তত পাঁচ থেকে ছয় দফা বৈঠক হবে। আসন্ন সভার জন্য বড় লক্ষ্য হল ১১ সদস্যের সমন্বয় প্যানেল ঠিক করা। যদিও জোটে এখনও পর্যন্ত ২৬ টি দল রয়েছে, তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ১১টি দল [কংগ্রেস, টিএমসি, ডিএমকে, এএপি, জেডি (ইউ), আরজেডি, শিবসেনা (ইউবিটি), এনসিপি, জেএমএম, সমাজবাদী। পার্টি এবং সিপিআই(এম)] থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত করা হবে।