জেলা আদালতের নির্দেশে গত ২৪ জুলাই সকাল থেকে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে জরিপ শুরু করেছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। কিন্তু ওদিন দুপুরের পরই জরিপ বন্ধ হয়ে যায়। শুক্রবারই সকাল ৭টা নাগাদ পুনরায় শুরু হয়েছে তা। বিন্দুমাত্র উত্তেজনার যাতে না ছড়ায় তার জন্য নিরাপত্তার পরত বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ। জ্ঞানবাপীর চারিদিকে সেনাকর্মীদের টহল। নিরাপত্তার এমন কড়া বেষ্টনী দেখে মনে হয় যেন কোনও দুর্গ পাহারা দিচ্ছেন তাঁরা। অসংখ্য পুলিশকর্মী তো আছেনই।
কোনওভাবেই সেখানে ঢোকা সহজ নয়। মোবাইল, পার্স, পেন সবকিছুই নিষিদ্ধ। সংখ্যালঘুদের অনেকের প্রশ্ন, শুক্রবার করে তাহলে নমাজ কোথায় পড়ব? যদিও এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয় কারও পক্ষে। জ্ঞানবাপী যদি কাল ‘মসজিদ’ বলে প্রমাণিত না হয়, তবে যে কী হবে, সেই ভবিষ্যৎ খুঁজে চলেছে গোটা বারাণসীই।