মণিপুরের পর এবার বিজেপিশাসিত হরিয়ানাতেও ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গার আঁচ। ইতিমধ্যেই সে রাজ্যের বাসিন্দাদের মনে সৃষ্টি হয়েছে প্রবল আতঙ্কের। এবার হরিয়ানার পঞ্চকুলায় একটি ক্লাবের বাইরে থেকে দুই মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল ছয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মহিলারা বাধা দিতেই তাঁদের মধ্যে এক জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তার পর দুই মহিলার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্চকুলার সেক্টর ৯-এ। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় একটি ক্লাবে গিয়েছিলেন দুই মহিলা। ক্লাব থেকে বেরিয়ে তাঁরা সামনেই দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে গাড়ি নিয়ে আসে ছয় দুষ্কৃতী।
এরপরই গাড়ি থেকে নেমে দুই মহিলাকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। মহিলারা দুষ্কৃতীদের হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করেন। বাধার মুখে পড়ে দুষ্কৃতীদের মধ্যে এক জন ধারালো একটি অস্ত্র দিয়ে এক মহিলার মাথায় আঘাত করে। তার পরই তিনি মাটিতে পড়ে যান। অন্য মহিলাকেও রাস্তায় ঠেলে ফেলে দেওয়া হয়। দুই মহিলা রাস্তায় পড়ে যেতেই দুষ্কৃতীরা তাঁদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এই ঘটনায় এক মহিলার দু’টি পা-ই ভেঙে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য মহিলাও মাথায় চোট পেয়েছেন। দুই মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। ছয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ।