দাপুটে জয় দিয়ে এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করল তিন বারের চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার চেন্নাইয়ে ৭-২ গোলে চীনকে হারিয়ে দিল ভারত। এদিন প্রথম কোয়ার্টারেই ভারত ২-০ এগিয়ে গিয়েছিল অধিনায়ক হরমনপ্রীত সিংহের জোড়া গোলে। পরপর পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করেন। ৩-০ করেন সুখজিৎ সিংহ। দ্বিতীয় কোয়ার্টারের শুরু দিকে আকাশদীপ সিংহ ৪-০ করেন। তবে এই সময় ভারতীয় রক্ষণের ভুলের সুযোগ নিয়ে চীনের হয়ে ব্যবধান কমান ওয়েনহুই (৪-১)। বরুণ কুমার পেনাল্টি কর্নার থেকে গোল করায় আবার ভারত এগিয়ে যায় ৫-১ গোলে।
এরপর চীন ফের ব্যবধান কমায় জিয়েসেং গাওয়ের দ্বিতীয় কোয়ার্টারে করা গোলের সাহায্যে (৫-২)। তবে বরুণ আবারও ভারতকে এগিয়ে দেন পেনাল্টি কর্নার থেকে ৬-২ করে। তৃতীয় কোয়ার্টারে ৭-২ করেন মনদীপ সিংহ। অন্য ম্যাচে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে মালয়েশিয়া। জোড়া গোল করেন মালয়েশিয়ার ফিরহান আশারি। অপর গোলটি শেলো সিলভেরিয়াসের। পাকিস্তানের একমাত্র গোলটি করেন আবদুল রেহমান। পাশাপাশি ২-১ গোলে জাপানকে হারিয়েছে গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।