গত ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসেছিল বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। সেখানেই ২৬ বিরোধী দলের এই নয়া জোটের নাম স্থির হয় ‘ইন্ডিয়া‘। এবার ঘোষণা হল তাদের তৃতীয় বৈঠকের দিনক্ষণ।আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে এই বৈঠক হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, অগস্টের ২৫-২৬ তারিখে মুম্বইয়ে বৈঠক করবেন ইন্ডিয়ার নেতারা। কিন্তু সেসময় জোটের বেশ কয়েকজন নেতা সময় দিতে পারছেন না। পরে সকলের সঙ্গে কথা বলে ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে। তবে বৈঠকের স্থান বদলাচ্ছে না।
জানা গিয়েছে, তৃতীয় বৈঠকের আয়োজক মূলত এনসিপি ও শিব সেনা। শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে সম্ভাব্য বৈঠকে অংশ নিতে যাওয়ার সম্ভাবনা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার তিনি নিজেই এই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনিই জানান, আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেখানে তাঁর যোগ দেওয়ার কথা। এছাড়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও যাবেন মুম্বইয়ে।