এবারের পঞ্চায়েত ভোট পর্বে শুরু থেকেই ‘প্রতিরোধের’ নামে তৃণমূলকে নিশানা করে হামলার ঘটনা ঘটেছে দিকে দিকে। হিংসার বলিও হয়েছেন শাসক দলের বহু নেতা-কর্মী। ভোটের ফল প্রকাশের পরেও সেই ধারা বজায় রয়েছে। এবার যেমন প্রকাশ্য দিবালোকে ব্যস্ত বাজারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল আততায়ীরা। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার ইছাপুরের মায়াপল্লি এলাকায়। আহত তৃণমূল কর্মী রবীন দাস ওরফে ডনকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজারে ফুলের দোকানে ফুল কিনতে দাঁড়িয়েছিলেন পেশায় ইমারতি ব্যবসায়ী রবীনবাবু। তখন ৩ ব্যক্তি তাঁর কাছে গিয়ে পর পর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মুখ থুবড়ে পড়েন রবীনবাবু। তাঁকে উদ্ধার করে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল। তৃণমূলের বারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, বিজেপি এই ঘটনার পিছনে রয়েছে। আমরা এখন আহত রবীনবাবুকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছি। কে বা কারা গুলি চালাল তা পুলিশ দেখছে।