পার্ক, বোটিং, নেচার পার্কে পাশাপাশি শীঘ্রই দীঘার মুকুটে নতুন পালক যোগ করতে চলেছে নতুন জগন্নাথ মন্দির। যা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। আগামী বছর দেশে লোকসভা নির্বাচন।
আর তার আগেই সেই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন সেরে ফেলতে রাজ্য। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, দিঘার সমুদ্র সৈকতে রাজ্য সরকার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির নির্মাণ করছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের অগ্রগতি দেখে এসেছেন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পুর মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী বছরই মন্দিরের উদ্বোধন হবে। নবান্ন সূত্রে খবর, সরকারের লক্ষ্য হল মার্চ-এপ্রিল মাসের মধ্যে মন্দিরের কাজ শেষ করে তা উদ্বোধন করা।