ইংরেজি ঠিক করে বলতে পারে না। এই ছিল তার ‘অপরাধ’। আর তারই শাস্তি হিসেবে মেঘালয়ের ক্লাস সিক্সের এক ছাত্রকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল স্কুল চত্বরে! সেই সময় স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা স্কুলেই ছিলেন। সকলের সামনেই ওই ছাত্রকে এভাবে জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব খাসি হিলস ডিস্ট্রিক্টের মেরি ইমাকুলেট স্কুলে।
এক বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই ছাত্রের অভিভাবকরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি স্কুল কর্তৃপক্ষ যেটা করেছে সেটা বেআইনী। জানা গিয়েছে, দাঙার পুলিশ আউটপোস্টে এ নিয়ে এফআইআর হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী রক্কম এ সাংমা জানিয়েছেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি এই ঘটনার ব্যাপারে খোঁজ নেবেন। জেলাশাসকের কাছ থেকে তিনি রিপোর্ট চেয়েছেন। তিনি জানিয়েছেন শিক্ষকদের এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকাটা ঠিক নয়।
এদিকে, এফআইআর হওয়ার পরেই জানা যায় ওই স্কুলে একাধিক অমানবিক ব্যবহার করার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে রয়েছে। ওই ছাত্রের মা স্কুলের বিরুদ্ধে এফআইআর করেছেন। তাঁর অভিযোগ স্কুলের হেডমাস্টার সহ অন্যান্যদের উপস্থিতিতে কয়েকজন ছাত্রকে নোংরা জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে। এর জেরে তারা আর স্কুলে যেতে চাইছে না। এফআইআরে বলা হয়েছে পড়া না পারলে ডাস্টবিন চাটানো, মারধর করা, জোর করে চুল কেটে দেওয়া অপমান করা সহ নানা ধরনের অত্যাচার করা হত।