নবান্ন থেকে এদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওদের অভিধান সংবিধানের নয়, সন্ত্রাসের। ওরা হিংসার আশ্রয় নেবে। রং হিসাবে আমরা যে গেরুয়া অপছন্দ করি, তা কিন্তু নয়। আমার খুব আশ্চর্য লাগে গতকাল আমি আসছিলাম আলিপুরের ডিজি হেড কোয়ার্টারে অফিস থেকে। তার বিপরীতে একটি পেট্রোল পাম্প রয়েছে। সেখানে দেখলাম দুটি মেয়ে গেরুয়া পোশাক পড়ে দাঁড়িয়ে আছে। তখন আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম তোমরা পুলিশে কবে গেরুয়া পোশাক শুরু করলে’।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘তখন পুলিশ জানাল, এটা পুলিশের নয়, সব পেট্রোল পাম্পে এই পোশাক পরার জন্য নির্দেশিকা গেছে। বাইপাসের ধায়ে সব মেট্রো স্টেশন দেখুন, সব গেরুয়া করে দিয়েছে। শুধু গেরুয়া করার প্ল্যান। সারা দেশে যদি গেরুয়া রং হয়ে যায়, তখন অন্য রং কোথায় যাবে। আর গেরুয়া রং পবিত্র রং। এটাকে নিয়ে যদি ওরা অত্যাচারের প্রতীক হিসাবে গ্রহণ করে তাহলে মানুষ তা গ্রহণ করবে না’।
বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা ইলেকট্রনিক মেশিন এখন থেকেই হ্যাক করার চেষ্টা করছে।আমাদের কাছে ও কিছু তথ্য এসেছে।ইন্ডিয়া জোট এর বৈঠক হোক।ওখানে আমাদের বিষয় টা নিয়ে আলোচনা হবে’।