এতদিন ক্যাসিনো, হর্স রেসিং-সহ অন্যান্য অনলাইন গেমের ওপর ধার্য ছিল ১৮ শতাংশ জিএসটি। এবার তা আরও বাড়ানো হল। ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হল অনলাইন গেমিংকে। আগামী অক্টোবর মাস থেকেই কার্যকর করা হবে নতুন কর। বাংলা-সহ একাধিক রাজ্য তাতে সম্মতি জানিয়েছে।
মহারাষ্ট্র, গুজরাত, ছত্তিশগড়, বিহারও তাতে সম্মতি জানিয়েছে। অন্যদিকে গোয়া, দিল্লি এবং সিকিম সরকার পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তামিলনাড়ুও তাই। এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, অনেক রাজ্য যেহেতু এই সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন সে কারণে এটি কার্যকর করার পর ৬ মাস দেখা হবে। ৬ মাস পরে আবার বিষয়টি নিয়ে পর্যালোচনা হবে। ১ অক্টোবর থেকে ক্যাসিনো, অনলাইন গেমিং, হর্স রেসিংয়ে ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।