এর আগে সংবাদ মাধ্যমে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় তাঁর এজলাসে থাকা মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।
শিক্ষাক্ষেত্রে ‘পোস্টিং’ দুর্নীতি হয়েছে বলে হাইকোর্টে মামলা হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। এমনকী ইডিকে বলেন, প্রয়োজনে তারাও এফআইআর করে তদন্ত করতে পারে। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত এই মামলা শুনবেন না বলে জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি এক মামলার শুনানিতে উঠে আসে এই পোস্টিং দুর্নীতির প্রসঙ্গ। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যই এই দুর্নীতির পিছনে ছিলেন বলেও অভিযোগ করা হয়। ২৫ জুলাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। শুনানিতে বিচারপতি বলেন, এটা গুরুতর অভিযোগ। আগের দুর্নীতির সঙ্গে এই দুর্নীতি এক নয়। এই ঘটনার আলাদা তদন্ত হওয়ার প্রয়োজন। তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই মামলার তদন্তভার সিবিআইকে দেন। শুধু সিবিআই নয়, এই মামলায় একযোগে ইডিকেও তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি।
হাইকোর্টের নির্দেশের পরই ২৫ তারিখ রাতে ও ২৬ তারিখ সকালে প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এমনকী গতকাল, বুধবার ইডিও এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। এদিকে, বিচারপতির ইডি-সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন জেলবন্দি মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার শীর্ষ আদালত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। সেই নির্দেশ হাইকোর্টের রেজিস্ট্রারকে ফোন করে জানিয়ে দেওয়া হয়।