দীর্ঘ কেরিয়ারে ইতি টানলেন ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফোঁ। ফুটবলকে বিদায় জানালেন তিনি। বুধবার সমাজমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন বুফোঁ। ১৯৯৭ সালে ইতালির জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল বুফোঁর। দেশের জার্সিতে খেলেছেন ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ। তার মধ্যে রয়েছে ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়। ২০১২ ইউরোতে রানার্স ইতালি দলেরও সদস্য ছিলেন।
পাশাপাশি, ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে বুফোঁ জিতেছেন দশটি সেরি-আ। দু’বার চ্যাম্পিয়ন্স লিগে রানার্স। কোপা ইতালিয়া জিতেছেন পাঁচ বার। পারমার হয়ে একবার করে কোপা ইতালিয়া, উয়েফা কাপ জিতেছেন। এদিন সমাজমাধ্যমে নিজের অবসরের কথা জানান বুফোঁ। ‘‘এ বার থামলাম। আপনারা সমস্ত কিছুই দিয়েছেন আমাকে। আমিও নিজের সেরা খেলা উপহার দিয়েছি। অবসরের সময় চলে এসেছে’’, লিখেছেন কিংবদন্তি গোলরক্ষক।