রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্পের কাজ। ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মোট ৩৫ টি পরিষেবা পাওয়া যাবে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে যুক্ত করা হয়েছে আরও দুটি পরিষেবা। যার মধ্য পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশনের সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে।এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।
দুয়ারে সরকারের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচীতে ‘খেলা হবে’ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করানো হবে।
রাজ্য সরকারের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প এই ‘খেলা হবে’। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে সেই রাজ্য সরকারের নিজস্ব কোনও ১০০ দিনের প্রকল্প চালু হচ্ছে। এবারের দুয়ারে সরকার কর্মসূচী থেকেই সেই প্রকল্পের মাধ্যমে ১০০ দিনের কাজের জন্য আবেদন জানানো যাবে।