কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে বহুদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। বিজেপি শাসিত সেই রাজ্যে কিছুতেই নিভছে না হিংসার আগুন। ইতিমধ্যেই মানুষের প্রাণ গিয়েছে বহু মানুষের। বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানোর পাশাপাশি জীবন্ত পুড়িয়ে মারা মত ঘটনাও ঘটেছে। এরই মধ্যে হিংসার আগুন আরও এক ‘ডবল ইঞ্জিন’ রাজ্য হরিয়ানায়। দুই রাজ্যের পরিস্থিতি এক না হলেও পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে সেখানের নুহ, গুরুগ্রামের মতো জায়গায়। যা নজরে এসেছে আমেরিকারও। এই নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র প্রশ্ন করা হয়েছিল। তার জবাবও দেন মুখপাত্র ম্যাথু মিলার।
উল্লেখ্য, বিগত কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছে গুরুগ্রাম। বহু বহুজাতিক সংস্থার অফিস আছে সেখানে। এই আবহে অনেক বিদেশিও সেখানে থাকেই। এই পরিস্থিতিতে গুরুগ্রামের হিংসা নিয়ে প্রশ্ন করা হলে শান্তি ফেরানোর বার্তা দেন স্টেট ডিপার্টমেন্টের আধিকারিক। ম্যাথু মিলার বলেন, ‘হিংসার যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে বলব, সব সময়ের মতোই আমেরিকা চায় যে উভয় পক্ষই হিংসা থেকে বিরত থাকুক। আমরা শান্তি ফেরার পক্ষে। কোনও পক্ষই যেন আর হিংসার আশ্রয় না নেয়, সেটাই আমাদের কামনা।’ এদিকে গুরুগ্রাম হিংসায় কোনও মার্কিন নাগরিকের ওপর প্রভাব পড়েছে কি না, এই প্রশ্নের জবাবে ম্যাথু মিলার জানান, কোনও মার্কিন নাগরিকের ওপর হামলার বিষয়ে আমরা অবগত নই। তবে এই বিষয়ে দিল্লিতে অবস্থিত আমাদের দূতাবাসের সঙ্গে কথা বলব।