হরিয়ানায় দাঙ্গার মধ্যে আটকে পড়েন সাধারণ মানুষও। তেমনই এক হিন্দু বাবা-ছেলেকে বাঁচাতে অশান্তির মধ্যেই ঝাঁপিয়ে পড়ল দুই মুসলিম পরিবার। দাঙ্গায় যখন পুড়ছে নুহ, সেসময় সেখানেই এক সম্প্রীতির ছবি দেখল দেশবাসী।
সোমবার করণ নামে এক ব্যক্তি ছেলেকে নিয়ে পিনানগাঁতে গিয়েছিলেন। তাঁরা যখন নুহতে পৌঁছন, ততক্ষণে দাঙ্গার আগুন ছড়িয়ে পড়েছে। সেই হিংসার মাঝেই আটকে পড়েন করণ ও তাঁর ছেলে বিবেক। অসহায় হয়ে চারপাশ দেখেছিলেন তাঁরা। চারপাশে উত্তেজিত জনতা ছোটাছুটি করছেন, দাউদাউ করে আগুন জ্বলছে গাড়িতে, গোলাগুলি চলছে, বোমাও পড়ছে সমান তালে।
করণের কথায়, সেদিন তাঁর ছেলেকে টার্গেট করেছিল বজরং দলের সদস্যরা। কারণ, বিবেকের পরনে ছিল কালো রঙের জামা। এমনকী তাঁদের গাড়িও পুড়িয়ে দেওয়া হয় বলে জানান করণ।
এখনও সোমবারের বিভীষিকা তাড়া করছে করণ ও বিবেককে। জ্বলন্ত গাড়ি থেকে কোনওমতে বেরিয়ে এসে দৌড় লাগান তাঁরা। প্রাণ হাতে নিয়ে কোনওমতে ঢুকে পড়েন স্থানীয় এক বাড়িতে। সেখানে একটি মুসলিম পরিবারের বাস। তারাই বিবেক ও করণকে আশ্রয় দেয়। তিন ঘণ্টা সেই বাড়িতেই থাকেন করণরা।