যোগীরাজ্যে ১৬ বছরের নাবালিকার শ্লীলতাহানি! অভিযোগ, যৌন হেনস্তায় বাধা দিলে তাকে জোর করে স্যানিটাইজার খাওয়ায় দুষ্কৃতীরা। এর পরেই অসুস্থ হয়ে পরে নাবালিকা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে নাবালিকার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নাবালিকার দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান পরিবার এবং প্রতিবেশীরা। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২৭ জুলাইয়ের। একাদশ শ্রেণীর ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। সেই সময় তার পথ আটকায় মঠ লখিমপুরের বাসিন্দা বছর একুশের উদেশ রাঠোর। নাবালিকার শ্লীলতাহানির করে সে। আরও তিন যুবক যোগ দেয় উদেশের সঙ্গে। তাঁরাও যৌন হেনস্তা করে নাবালিকার। এই কাজে বাধা দেওয়ায় একাদশ শ্রেণির ছাত্রীকে জোর করে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে নাবালিকার ভাই পৌঁছে চার যুবককে বাধ দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়।
এদিকে স্যানিটাইজার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায তাকে সরকারি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাবালিকার। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে দিলে নাবালিকার দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবার ও প্রতিবেশীরা।