রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করম পুজো এবং শববরাতেও থাকবে পূর্ণদিবস ছুটি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বুধবার একথা ঘোষণা করেন মমতা। এর আগে এই দু’দিন আংশিক ছুটি থাকত। তবে এবার স্কুল, কলেজ-সহ রাজ্য সরকারি দফতরগুলিতে পূর্ণদিবস ছুটি থাকবে। দীর্ঘদিনের দাবি মেনেই শবেবরাত এবং করম পুজোয় পূর্ণদিবস ছুটির কথা ঘোষণা বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বাংলা কাউকে বঞ্চিত করে না। কেউ যদি বলে ৩৬৫ দিনে ৩৬৫টা ছুটি দেওয়া হোক তা সম্ভব নয়। তাহলে কাজ হবে কবে?”, বক্তব্য মমতার।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমার মনে হয় বাংলায় সবচেয়ে বেশি ছুটি দেওয়া হয়। কারণ, আমি বিশ্বাস করি যাঁরা কাজ করেন তাঁদের বিশেষ দিনে ছুটি পাওয়ার অধিকার আছে। আমরা মাতৃত্বকালীন ছুটিও দিই ৭৩১ দিন। পিতৃত্বকালীন ছুটিও আছে ১ মাস। সুতরাং যতটা সম্ভব আমরা করি।” শবেবরাত এবং করম পুজোয় ছুটি ঘোষণা করায় রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডার আরও লম্বা হল। স্বাভাবিকভাবেই এতে খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মনে।