‘কেবল ভালবাসাই পারে এই আগুন নিভিয়ে দিতে!’ দেশের দুই প্রান্তে দুই হিংসার ঘটনায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল, সোমবার ভোরেই একটি চলন্ত ট্রেনে চারজনকে গুলি করে মারার অভিযোগ উঠেছে আরপিএফ কর্মীর বিরুদ্ধে। আবার সোমবার বিকেলেই ফের হরিয়ানায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে, প্রাণ যায় চার জনের। এই দুই ঘটনায় ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে আক্রমণ করেন রাহুল।
রাহুল গান্ধী এদিন টুইট করে লেখেন, ‘বিজেপি, মিডিয়া এবং তাদের পাশে দাঁড়ানো ভক্তদের বাহিনী সারা দেশে ঘৃণার কেরোসিন ছড়িয়ে দিয়েছে। কেবল ভালবাসাই পারে এই আগুন নিভিয়ে দিতে।’
গতকাল, সোমবার ভোর রাতে চলন্ত জয়পুর-মুম্বই এক্সপ্রেসে মধ্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে তিন জন যাত্রী-সহ মোট চার জনকে মেরে ফেলেন রেল সুরক্ষা বাহিনীর এক জওয়ান। ওই চারজনের মধ্যে চতুর্থ ব্যক্তি হলেন আরপিএফেরই একজন সাব ইনস্পেক্টর। বাকি তিন যাত্রী ছিলেন মুসলিম।
এর পরে ফের গতকাল বিকেলে একটি ধর্মীয় মিছিলকে আটকানোর অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানার নুহ্ এবং গুরুগ্রাম জেলায়। উল্লেখ্য, হরিয়ানার বজরং দল কর্মী মনু মানেসারকে কেন্দ্র করেই সেখানের নুহ্ এবং গুরুগ্রাম জেলায় গতকাল হিংসা ছড়ায়।