বর্ষার ইনিংস শুরু হতে না হতেই রাজ্যজুড়ে হুহু করে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। মৃত্যুও এর মধ্যেই ঘটে গিয়েছে সাতজনের। এই পরিস্থিতিতে তৎপর নবান্ন। কোন পথে হবে ডেঙ্গি দমন, কী করে রোখা যাবে সংক্রমণের গতি, তাই নিয়ে শুরু হয়েছে উদ্যোগী পদক্ষেপ। এবার যেমন সাধারণ মানুষকে ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচাতে ‘মেডিকেটেড মশারি’ বিতরণ করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই ৩০ হাজার মশারির অর্ডার দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই মশারি টাঙিয়ে ঘুমোলে ডেঙ্গির মশা প্রবেশ করতে পারবে না এবং নিরাপদে থাকা যাবে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, যাঁরা বস্তিতে থাকেন এবং ফুটপাথবাসী বলেই পরিচিত তাঁদের এই মেডিকেটেড মশারি বিতরণ করা হবে। এটি কোনও সাধারণ মশারি নয়। এটি একটি আধুনিক মেডিকেটেড মশারি। যাকে বলা হয় ‘ইনসেকটিসাইডাল ইনপ্রিগনেটেড’ মশারি। কলকাতা পুরসভা জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে ৩০ হাজার মশারি সংগ্রহ করবে তারা। এই পদক্ষেপের জেরে বস্তি এলাকায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা যাবে।