ইতিমধ্যেই আগামী আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং। রিঙ্কু বলছেন, “এ যেন স্বপ্নের মতো ব্যাপার। আমি এখনই জাগতে চাই না।” আয়ারল্যান্ড সফরে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। চোট সারিয়ে এগারো মাস পরে জাতীয় দলে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রয়েছেন রিঙ্কুও। স্বাভাবিকভাবেই আপ্লুত উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার। “দুর্দান্ত এক অনুভূতি। ভাষায় আমি তা প্রকাশ করতে পারব না। একদম শূন্য থেকে আজ এই জায়গায় পৌঁছেছি। আমি আবেগপ্রবণ একজন। পরিবারের সঙ্গে কথাবার্তার শেষে প্রতিবারই আমাদের কাঁদতে হয়েছে”, জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স দলে রিঙ্কু রয়েছেন ছ’ বছর। আইপিএলের প্রথম তিন মরশুমে রিঙ্কু তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি। মাত্র ৭৭ রান করেছিলেন। ২০২১ সালে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। ২০২২ সালের আইপিএলের দ্বিতীয়ার্ধের কয়েকটি ম্যাচে দ্রুত রান তোলেন। কিন্তু আইপিএল ২০২৩ রিঙ্কুর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ৪৭৪ রান করেন তিনি। “ছ’ বছর ধরে কেকেআর-এর সঙ্গে রয়েছি। গোড়ার দিকে কয়েকটা সুযোগ পেলেও সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি। দলের সঙ্গে থেকে অনেককিছু শিখেছি শুরুর দিকে। অভিষেক নায়ার স্যারের কাছ থেকে অনেক শিখেছি। কঠিন পরিশ্রম এখন কাজে আসছে”, বক্তব্য তাঁর।