সোমবার নুহ্ জেলার খেডলা মোড এলাকায় ‘ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা’ চলাকালীন শোভাযাত্রায় ইট-পাথর ছোড়ার পরই দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপি শাসিত হরিয়ানায়। গোটা ঘটনার সূত্রপাত বজরং দল কর্মী মনু মানেসারকে কেন্দ্র করে। অভিযোগ, বজরং দলের সেই কর্মী একটি আপত্তিকর ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এলাকায় তাঁর বিরুদ্ধে বহু অপরাধমূলক অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই।
বজরং দলের পাশাপাশি মনু গোরক্ষা দলের সদস্যও বটে। গো-রক্ষার নামে বারবার আইন নিজের হাতে তুলে নিয়েছে তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ফেব্রুয়ারিতে ভিওয়ানিতে গরু পাচারকারী সন্দেহে দু’জনকে পিটিয়ে মেরেছিলেন মনু। এ জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী মনুর বিরুদ্ধে পুলিশ চার্জশিটও জমা দিয়েছে। তবে ফেব্রুয়ারির সেই ঘটনা পর থেকেই পলাতক মনু। যদিও সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ছিলেন তিনি।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াতেই ভিডিও পোস্ট করে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাজির থাকবেন বলে দাবি জানিয়েছিলেন মনু। তিনি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। আর তারপরেই সেই মিছিল আটকানো হয়। মূলত এই বজরং দল কর্মীর জেরেই হিংসা ছড়িয়ে পড়ে। চলে গুলিও। মৃত্যু হয় দুই হোমগার্ড সহ অন্তত তিন জনের। এই গোটা ঘটনা সাম্প্রদায়িক হিংসার আকার ধারণ করে।