বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এবার বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রের অনুদান সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি দাবির স্বপক্ষে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, জলপাইগুড়িতে বিশাল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করেছে রাজ্য সরকার। স্টেডিয়ামটির উন্নয়নের দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের অধীনস্থ ‘সাই’। কিন্তু তারা কোনও কাজ করেনি বলে দাবি রাজ্য সরকারের। এদিন বিধানসভায় এক প্রশ্নের জবাবে বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেন, “উন্নয়নের কাজ আপনারা না করতে পারলে ছেড়ে দিন। আমরা করে নেব।”
পাশাপাশি, বিজেপি বিধায়ক দাবি করেন, কেন্দ্র ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। ১৬টি রাজ্য টাকা পেয়েছে। এর মধ্যে বিরোধীশাসিত রাজ্যও রয়েছে। কিন্তু স্টেডিয়াম করতে হত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। তাতেই রাজ্যের আপত্তি রয়েছে। টাকা নেয়নি। আর এই তথ্যটিই সম্পূর্ণ বিভ্রান্তকর বলে দাবি তৃণমূলের। বিধানসভায় দাঁড়িয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে অশোক দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তথ্য ছাড়া কোনও দাবি করা উচিত না। তিনি ইতিমধ্যেই বিধায়কের দাবির স্বপক্ষে তথ্য জমা করার নির্দেশ দিয়েছেন।