এবার ফের পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। বুধবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্যাপক ধস নামে। বেলা বারোটা পর্যন্ত আগের দিনের চেয়ে ৬৮৯ সূচক খুঁইয়েছে সেনসেক্স। যার ফলে ৬৬ হাজারের ঘর থেকে এক ধাক্কায় নেমে ৬৫ হাজারের ঘরে পৌঁছেছে।
সেনসেক্সের পাশাপাশি নিফটিও ব্যাপক পতনের মুখে পড়েছে। ১৯৯.৪৫ সূচক খুঁইয়ে ১৯ হাজার ৫৩৪ সূচকে দাঁড়িয়েছে। আর শেয়ারবাজারের আচমকা ধসে দিশেহারা বিনিয়োগকারীরা।
মঙ্গলবার দিনভর উত্থান-পতনের পরে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৬ হাজার ৪৫৯ দশমিক ৩১ সূচকে। আর নিফটির পয়েন্ট ছিল ১৯,৭৩৩.৫৫। এদিন সকালে বাজার খুলতে না খুলতেই হুড়মুড়িয়ে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ৭০০ পয়েন্ট খোয়ায় সেনসেক্স।