বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে আজ ভারী বৃষ্টি হবে। এর জেরে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেদিন ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রপাত-সহ মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামীকাল হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। এরপর বৃহস্পতি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে সেদিনও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন জারি থাকবে এমন বিক্ষিপ্ত বর্ষণ।
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর বঙ্গোপসাগরে গতকাল একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল। সেই সিস্টেমের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আজ সেই সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর এটি ধীরে ধীরে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বাংলার উপকূলের দিকে। এদিকে মৌসুমী অক্ষরেখা এবং গভীর নিম্নচাপের ফলে আগামী ১ থেকে ৩রা আগস্ট ফের উত্তাল হবে সমুদ্র। সেই সময় বাংলার উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। বাতাস বইতে পারে ঘণ্টায় ৪৫ কিমি বেগে। এক জেরে ১ থেকে ৩রা আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। অপরদিকে আগামী ৩রা আগস্ট উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে সেদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে এই পাঁচ জেলায় সেদিনের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৪ঠা অগস্টও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে সেদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে এই পাঁচ জেলায় ৪ঠ আগস্টও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৫ই আগস্ট দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।