বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই শিল্প গড়তে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষির উন্নতির পাশাপাশি রাজ্যে শিল্পায়নও যে তাঁর পাখির চোখ, আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এবার রাজ্যের উদ্যোগে বাংলার পাড়ায় পাড়ায় হবে ‘শিল্পের সমাধান’। রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে শিল্পের প্রসার ঘটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে মমতা সরকার। দুয়ারে সরকারের ধাঁচেই এবার ছোট শিল্পদ্যোগীদের কাছে পৌঁছতে চালু করা হচ্ছে ‘শিল্পের সমাধানে’।
রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের আরও উৎসাহ যোগাতে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মঙ্গলবার অর্থাৎ এদিন ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি। চলবে ১৮ অগস্ট পর্যন্ত। গ্রাম থেকে শহর, সর্বত্র এই ক্যাম্প বসবে। সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচদিন এই ক্যাম্প বসবে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া থেকে শুরু করে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী ব্যক্তিদের ঋণ সহ যাবতীয় সাহায্য করার জন্যই এই নয়া কর্মসূচি। ব্যবসায় ঝোঁক থাকা বেকার যুবক, যুবতীদের আর্থিক সাহায্য করা হবে এই শিল্পের সমাধানে ক্যাম্পে। পাশাপাশি মিলবে ব্যবসায় উন্নতি করার সঠিক পরামর্শ এবং দিশা।
এই কর্মসূচিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ৯ হাজার ৬০০টি আবেদন এবং উদ্যম রেজিস্ট্রেশনে ১৪ হাজার জনকে যুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে। সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন করলে সরকারি প্রতিষ্ঠানগুলিতে কোনও মধ্যস্থতাকারী ছাড়াই পণ্য বিক্রয়ের সুযোগ থাকবে। দেশীয় বাজার সহজে ধরতে পারবেন প্রত্যেকে। পাশাপাশি নতুন নতুন পণ্যসামগ্রী সম্পর্কেও ধারণা মিলবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নতুন আবেদনপত্র জমা হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনও সংগ্রহ করা হবে। এছাড়াও উৎকর্ষ বাংলাতে নাম তোলানো ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও থাকছে। সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ প্রদানের জন্যও আবেদন করতে বলা হয়েছে এই সব শিবিরে।