রাজ্যে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েই ক্ষমতার অলিন্দে উঠে এসেছিলেন তিনি। আর তাই ক্ষমতায় আসা ইস্তক কৃষকদের স্বার্থে একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন তিনি। এবার বিনামূল্যে কৃষকদের শস্য বিমার আওতায় আনা সিদ্ধান্ত নিল তাঁর সরকার। খরা, বন্যা-সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা এই বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন বলেই খবর। এই লক্ষ্যেই জেলার কৃষকদের নাম নথিভুক্ত করণের কাজ শুরু করল জেলা কৃষিদপ্তর।
সোমবার ঝাড়গ্রাম জেলাশাসকের দপ্তরে শস্য বিমা সংক্রান্ত একটি ট্যাবলো গাড়ির উদ্বোধন হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ট্যাবলোটি জেলার আটটি ব্লক এবং ঝাড়গ্রাম এলাকায় আগামী সাতদিন ধরে প্রচার চালাবে। এখান থেকে প্রচার করা হবে যাতে কৃষকরা নিজ নিজ ব্লকের কৃষিদপ্তরে শস্য বিমার জন্য নাম নথিভুক্ত করেন। এছাড়া বিভিন্ন ব্লক গুলিতে মাইকিংয়ের মাধ্যমেও প্রচার চালনো হয়েছে যাতে কৃষকরা নিজের নাম নথিভুক্ত করেন।